বন্দে আলী মিয়া রচিত শিশুতোষ গ্রন্থগুলো

বন্দে আলী মিয়া রচিত শিশুতোষ গ্রন্থগুলো। আজ আমারা আলোচনা করবো বন্দে আলী মিয়ার শিশুতোষ গ্রন্থ গুলি নিয়ে। তিনি অনেক শিশুতোষ গ্রন্থ লিখেছেন, তবে এর মধ্যে উল্লেখযোগ্য গুলো নিচে দেওয়া হলো।

চোর জামাই, মৃগপরী, মেঘকুমারী, ডাইনী বউ, কামাল আতাতুর্ক, রূপকথা, ছোটদের নজরুলল, কুচবরণ কন্যা।

• বন্দে আলী মিয়া:

১৯০৬ সালে পাবনা জেলার রাধানগরে জন্মগ্রহণ করেন।

বন্দে আলী মিয়া একজন কবি, ঔপন্যাসিক ও শিশু সাহিত্যিক।

– তিনি তার কবিতায় পল্লী প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় নৈপুণ্যের পরিচয় দিয়েছেন।

তিনি প্রথম ‘ইসলাম দর্শন’ পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগ দেন।

শিশুসাহিত্যে অবদানের জন্য যে সকল পুরস্কার লাভ করেন:

বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২),

প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৫) এবং

উত্তরা সাহিত্য মজলিস পদক (১৯৭৭) লাভ করেন।শিশুসাহিত্যে অবদানের জন্য যে সকল পুরস্কার লাভ  করেন:

বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২),

প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৫) এবং

উত্তরা সাহিত্য মজলিস পদক (১৯৭৭) লাভ করেন।

তাঁর সম্পাদিত পত্রিকাগুলোর নাম:

কিশোর পরাগ,

জ্ঞানের আলো,

শিশুবার্ষিকী।

আরো দেখুন কোন ভাষাটি স্বতন্ত্র ভাষা

আপনাদের যদি কোন বিষয়ে আরো জানার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের পোস্ট থেকে উপকৃত হন তাহলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

About new-all-job-circular 102 Articles
I am a content creator. I provide you all government job circular, job result, job schedule and educational news.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*