সংকর নেত্রালয় হাসপাতালে চোখের ছানি অপারেশন খরচ

সংকর নেত্রালয় হাসপাতালে চোখের ছানি অপারেশন খরচ
সংকর নেত্রালয় হাসপাতালে চোখের ছানি অপারেশন খরচ

সংকর নেত্রালয় হাসপাতালে চোখের ছানি অপারেশন খরচ কত? অনেক ধরনের অপারেশন হয়ে থাকে এখানে। চোখের যে কোন সমস্যার জন্য আপনি সংকর নেত্রালয় হাসপাতালে দেখাতে পারেন। আজ আমি চোখের ছানি অপারেশন এর খরচ নিয়ে আলোচনা করবো।

সংকর নেত্রালয় হাসপাতালে অপারেশন খরচ শাখা ভিত্তিক :

আপনি ভারতের যে শাখায় অপারেশন করান না কেন খরচ একই। চেন্নাই বা কলকাতা তাদের একই অপারেশন প্যাকেজ। কলকাতায় তাদের ৩ টি শাখা। প্রধান শাখা মুকুন্দপুর, কলকাতা। আরো ২ টি শাখা নিউটাউন, রাজারহাট এবং আরেকটি হাওড়াতে। তাদের সবকিছু অনলাইন সিস্টেম তাই খরচ একই।

অপারেশন ফিক্সিং সেন্টার : আপনার অপারেশন করাতে কত খরচ হবে তা এখান থেকে সব আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। কোন লেন্সের কত খরচ, কি কি মেডিসিন দরকার সব কিছুই অনেক সুন্দর ভাবে বুঝতে পারবেন। ডাক্তার আপনাকে য়ে লেন্সটি সাজেস্ট করবে সেটাই আপনি নিবেন। এটা আপনার জন্যে অনেক ভালো হবে।

শাখা সমুহ :


শঙ্করা নেত্রালয় প্রধান ক্যাম্পাস
সিইউ শাহ শংকর নেত্রালয়
নবসুজা শঙ্করা নেত্রালয়
জেকেসিএন
আদিত্য বিড়লা শঙ্করা নেত্রালয়, মুকুন্দপুর, কলকাতা
শঙ্করা নেত্রালয় সুপার স্পেশালিটি ক্লিনিক
শ্রী শ্রীনিবাস শঙ্করা নেত্রালয়, তিরুপতি
শঙ্করা নেত্রালয় অপটোমেট্রি ক্লিনিক, অলিম্পিয়া টেক পার্ক, চেন্নাই
শঙ্করা নেত্রালয়, রামেশ্বরম

লেন্সের ধরন :

লেন্স ৩ ধরনের মনোফোকাল, মাল্টিফোকাল এবং ট্রাইফোকাল। আরো বিভিন্ন পোস্ট দেখুন সংকর নেত্রালয় হাসপাতাল সম্পর্কে

সংকর নেত্রালয় হাসপাতালে অপারেশন খরচ:

OPTIONS FOR CATARACT SURGERY

PREMIUM PACKAGES

1) Phacoemulsification + IOL (Foreign Foldable Panoptix + Toric Lens) _ Rs 1,01,500/-Approx
2) Phacoemulsification + IOL (Foreign Foldable Synergy Lens ) – Rs 86,500/- Approx
3) Phacoemulsification + IOL (Foreign Foldable Panoptix Lens – Rs 86,500/- Approx
4) Phacoemulsification + IOL (Foreign Foldable vivity lens – Rs 82,500/-Approx
5) Phacoemulsification + IOL (Foreign Foldable vivity lens – Rs Rs 58,000/ Approx

STANDARD PACKAGES


1) Phacoemulsification + IOL (Foreign Foldable Eyhance Lens with hyopt ) – Rs 45000 / approx
2) Phacoemulsification + IOL (Foreign Foldable Aspheric Lens with hyopt) – Rs 40,500 approx
3) Phacoemulsification + IOL (Foreign Foldable Lens with hyopt ) – Rs 36000 approx
4) Phacoemulsification + IOL (Superphob Lens) Indian lense – Rs 26500 approx
5) Phacoemulsification + IOL (Non foldable lens) – Rs 21500 approx

এই লিস্ট টি ২০২৩ সালের।

সংকর নেত্রালয় হাসপাতালে চোখের ছানি অপারেশন খরচ
সংকর নেত্রালয় হাসপাতালে চোখের ছানি অপারেশন খরচ


লেন্সের ধরন বিশ্লেষণ :

অনেক ধরনের লেন্স আছে। আপনার জন্য কোনটি প্রোযজ্য সেটি ডাক্তার সাজেস্ট করবে। কিছু লেন্স আছে কাছে দেখার জন্য চশমা ব্যাবহার করতে হয়, কিন্তু দুরে দেখার জন্য চশমা লাগে না। আবার, কিছু লেন্স আছে কাছে, মাঝে, এবং দুরে দেখা কোনটির জন্যই চশমা লাগেনা। বিভিন্ন ধরনের লেন্স বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করে। এটি আসলে পুরোটা নির্ভর করে আপনার কোন ধরনের চোখের সমস্যা। আপনি চাইলেই, ১ লক্ষ রুপির লেন্স নিতে পারবেন না। আবার, ২৬ হাজার রুপির লেন্স ও নিতে পারবেন না। এটির পরামর্শ প্রদান করবে ডাক্তার।

সংকর নেত্রালয় হাসপাতালে চোখের ছানি অপারেশন খরচ ২০২৩
সংকর নেত্রালয় হাসপাতালে চোখের ছানি অপারেশন খরচ ২০২৩

চোখের ছানির ধরন ও চিকিৎসা :


চোখের ছাবি অনেক ধরনের হতে পারে। অনেকের আরলি এজে আসে, আবার অনেকের, বৃদ্ধ বয়সে আসে। কিন্তু, অনেকের শিশু কাল থেকেও হতে পারে। যদি, আপনার ছানি শিশু কাল হতেই থাকে এবং সেটা আপনি ২৫ বছর বয়সে গিয়ে অপারেশন করান তাহলে, ওপরে বর্ণিত Standard লেন্স গুলি নিতে হবে। আর, যদি আপনার ওল্ড এজে হয় তাহলে আপনার কাজের ওপর ভিত্তি করে ডাক্তার সাজেস্ট করবে। তবে, চোখের ছানির একমাত্র চিকিৎসা অপারেশন।

About new-all-job-circular 103 Articles
I am a content creator. I provide you all government job circular, job result, job schedule and educational news.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*