বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকা

বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকা
বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকা

আজকে আমাদের আলোচনার বিষয় হলো বাংলা একাডেমি থেকে প্রকাশিত বিভিন্ন ধরনের পত্রিকা । যেসব পত্থেরিকা এখান থেকে প্রকাশিত হয় তা হলো , কোনটি ১ মাস পর প্রকাশিত হয়, ,কোনটি আবার ত্রৈমাসিক। আজকের আলোচনার বিষয় মাসিক উত্তরাধিকার।  উত্তরাধিকার পত্রিকা টি প্রতি মাসেই প্রকাশিত হতো।

বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকা

বাংলা একাডেমি থেকে মোট ছয়টি পত্রিকা প্রকাশিত হয়। এগুলো হচ্ছে-

১. বাংলা একাডেমি পত্রিকা:

এটি একটি  গবেষণামূলক ত্রৈমাসিক পত্রিকা যা,  তিন মাস পর পর প্রকাশিত হয় । বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ  বিষয় গুলো  বাংলায় রচিত গবেষণামূলক প্রবন্ধ এই পত্রিকায় প্রকাশিত হয়।

২. উত্তরাধিকার:

এটি একটি মাসিক পত্রিকা যা প্রতি মাসে পাওয়া যায়। এতে সৃজনশীল রচনা, যথা: গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, গ্রন্থ-সমালোচনা ইত্যাদি প্রকাশ পায়।

বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকা
বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকা

৩. ধানশালিকের দেশ:

পত্রিকাটি ত্রৈমাসিক কিশোর। কিশোরোপযোগী গল্প, কবিতা, ছড়া ইত্যাদি এই পত্রিকায় পাওয়া যায়।

৪. বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা:

৬ মাস পর পর পাওয়া যায়। ষাণ্মাসিক এই পত্রিকাটি বিজ্ঞান বিষয়ক রচনার সমন্বয়ে প্রকাশিত হয়।

৫. বাংলা একাডেমি জার্নাল:

ইংরেজি ভামায়  এটি  প্রকাশিত পত্রিকা। বাংলা

বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকা

বাংলা একাডেমি জার্নাল:

– ইংরেজি ভাষায় প্রকাশিত ষান্মাসিক পত্রিকা। বাংলা সাহিত্যের নির্বাচিত রচনা ইংরেজির অনুবাদ এবং বাংলা সাহিত্য ও সংশ্লিষ্ট বিষয়ে ইংরেজি ভাষায় রচিত মৌলিক রচনা এতে প্রকাশিত হয়। এটি নিয়মিত প্রকাশ পায় না।

আরো জানতে আমাদের সাথেই থাকুন।

৬. বার্তা:

একাডেমির কার্যক্রম থাকে। যাবতীয় কর্মকাণ্ডের বিবরণ থাকে এই পত্রিকায়।  এতে উপস্থাপিত হয়ে থাকে একাডেমির সকল বিষয়।  বর্তমানে এটি একটি অনিয়মিত পত্রিকা।

আরো পড়ুন কোন ভাষাটি স্বতন্ত্র ভাষা

• উত্তরাধিকার পত্রিকা:

মাসিক পরিকা এটি।  এই উত্তরাধিকার পত্রিকা টি ১৯৭৩ সালে প্রথম প্রকাশিত হয়।

দশ বছর পত্রিকাটি মাসিক পত্রিকা হিসেবে চালু থাকলেও ১৯৮৩ সাল থেকে ত্রৈমাসিকে রূপান্তরিত হয় এবং পত্রিকাটি ধীরে ধীরে অনিয়মিত হয়ে পড়ে। ২০০৯ সালের আগে পর্যন্ত এটি ত্রৈমাসিক আকারেই প্রকাশিত হতো।

বাংলা একাডেমির প্রথম অঙ্গিকারের কথা মনে রেখেই সম্প্রতি উত্তরাধিকার পত্রিকাকে আবার নবপর্যায়ে এবং নতুন আঙ্গিক ও বিন্যাসে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়। তাই, জুলাই ২০০৯ থেকে মাসিক হিসেবে এটি প্রতিমাসে নিয়মিত প্রকাশিত হচ্ছে।

এতে সৃজনশীল রচনা, যথা: গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, উপন্যাস পাওয়া যায়।  পোস্টের মাধ্যমে উপকার হলে আমাদের সাথেই থাকুন। আমাদের ফলো করুন।

About new-all-job-circular 102 Articles
I am a content creator. I provide you all government job circular, job result, job schedule and educational news.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*