Ministry of land question solution 2023 – Office Assistant post

https://newalljobcircular.com/
https://newalljobcircular.com/

Ministry of Land question solution 2023 of office assistant. Here, you will get the all solution about here. New all job circular you will get here. So, following our website regularly for any question solution.

1,
সন্ধি বিচ্ছেদ লিখুন:

ক) মহোৎসব = মহা + উৎসব

খ) সংঘাত = সম্ + ঘাত

2,
এক কথায় প্রকাশ করুন

ক) যিনি বিদ্যা লাভ করেছেন = কৃতবিদ্য।

খ) পরে জন্মেছে যে = অনুজ।

3.
এক কথায় উত্তর দিন:

ক) ‘চাচা-কাহিনী’ গ্রন্থের লেখক কে?
উত্তর: সৈয়দ মুজতবা আলী ।
খ) রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর: গীতাঞ্জলি।

Ministry of land question solution 2023

  1. অনুচ্ছেদ লিখুন: ‘ মেট্রোরেল’
    উত্তর: ২০১২ সালের ডিসেম্বরে, ‘ঢাকা মাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট’ বা ‘মেট্রোরেল’ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দ্বারা অনুমোদিত হয়। প্রকল্পের জন্য মোট ৫টি রুট লাইন প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে রয়েছে এমআরটি লাইন ১, ২, ৪, ৫ এবং ৬। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে ‘দ্য ঢাকা আরবান ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডেভেলপমেন্ট সার্ভে (ডিএইচইউটিএস ১)’ মূল্যায়ন করা হয় এবং ‘এমআরটি লাইন-৬’ নামে মেট্রো রেলের জন্য প্রথম এমআরটি রুট নির্বাচন করা হয়। প্রকল্পের মোট ব্যয় আনুমানিক ২.৮২ বিলিয়ন ডলার, যার মধ্যে জাইকা ০.০১ শতাংশ সুদের হারে প্রায় ৭৫ শতাংশ বা ২.১৩ বিলিয়ন ডলার প্রদান করছে। বাকি ২৫ শতাংশ তহবিল দেবে বাংলাদেশ সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুন ২০১৬ সালে নির্মাণ কাজের সূচনা করেন। বাংলাদেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হয় ২৮ ডিসেম্বর, ২০১২। প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করা হয়। মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করে। উদ্বোধনের পরের দিন ২৯ ডিসেম্বর, ২০২২ সাধারণ যাত্রীদের জন্য এটি উন্মুক্ত করা হয়। মেট্রোরেলের প্রথম যাত্রী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেলের প্রথম চালক (নারী চালক) হলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মরিয়ম আফিজা।

English question solution

(ইংরেজি-১০)

  1. Write five sentences on duties of an ‘Office Assistant’.

Ans. An office assistant plays a crucial role in maintaining the smooth operation of an office by performing administrative tasks such as answering phones, managing schedules, and organizing files. They are responsible for ensuring that office supplies are well-stocked and ordering additional materials when necessary to keep the workplace running efficiently. Office assistants often greet visitors and clients, creating a positive first impression and providing assistance when needed, including guiding them to the appropriate personnel. They help in managing communication by handling incoming and outgoing emails, faxes, and postal mail, ensuring that messages are directed to the right recipients promptly. An office assistant may also assist with basic data entry, record-keeping, and data organization, contributing to the overall organization and productivity of the office.

Ministry of land question solution 2023

  1. Write the Bengali meaning of the following words:

a) Obedient – বাধ্য, আজ্ঞানুবর্তী।
b) Negligence অবহেলা, অযত্ন।

  1. Translate into English:

a) সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।

Ans. Honesty is the best policy.

b) মানুষ মরণশীল।

Ans. Man is mortal.

  1. Translate into Bengali:

a) Bangladesh is a developing country.

Ans. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ

math question solution

(গণিত-১০)

কোন আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫,৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন?

সমাধান :
মুনাফা আসলের ৩/৮ অংশ অর্থাৎ মুনাফা ৩ টাকা হলে
আসল ৮ টাকা।

মুনাফা-আসল = (৩ + ৮) টাকা বা ১১ টাকা।

মুনাফা-আসল ১১ টাকা হলে আসল ৮ টাকা
Now, মুনাফা-আসল ১ টাকা হলে আসল ৮/১১ টাকা
মুনাফা-আসল ৫৫০০ টাকা হলে আসল ৮×৫৫০০/১১ টাকা = ৪০০০ টাকা

৩ বছরে মুনাফা = (মুনাফা-আসল – আসল)

= ( ৮000 – ৫৫০০) = ১৫০০ টাকা

৪০০০ টাকায় ৩ বছরে মুনাফা ১৫০০ টাকা
১ টাকায় ১ বছরে মুনাফা ১৫০০/ ৪০০০ × ৩ টাকা
১০০ টাকায় ১ বছরে মুনাফা ১৫০০ × ১০০/ ৪০০০× ৩ টাকা = ১২.৫ %

সুতরাং আসল ৪০০০ টাকা ও মুনাফার হার ১২%।

১০। x2 – 3xy – 40y” এর উৎপাদকে বিশ্লেষণ করুন। www.prebd.com

সমাধান x2 – 3xy 40y 2

= x2 – 8xy + 5xy – 40y 2
Or, = x(x – 8y) + 5y (x – 8y)

= (x – 8y) (x + 5y).

Ministry of land question solution
Ministry of land question solution

Department of land question solution

১১ । a- 2 হলে 27a2 + 54a2 + 36a + 3 এর মান নির্ণয় করুন।

সমাধান :

27a3+54a2+36a+ 3
=(3a)3 + 3. (3a)2.2 +3. 3a. 22+ 23-5
= (3a+2)3-5
=(3×2+2)-5=(8)-5
=512-5
=507

(সাধারণ জ্ঞান-১০ )

১২। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন: (১X10)

ক) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ভ্রমণ কাহিনীর নাম লিখুন?

উত্তর: আমার দেখা নয়া চীন।

খ) ছয় দফা আন্দোলন শুরু হয় কত সালে?

উত্তর: ১৯৬৬ সালে।

গ) দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত?

উত্তর: গাজীপুর জেলার কালিয়াকৈর। খ) LD Tax এর পূর্ণরূপ কী? www.prebd.com

উত্তর: Land Development Tax.

ঙ) বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়ন কোনটি?

উত্তর: সেন্টমার্টিন।

চ) জাতীয় ঐতিহাসিক দিবস কত তারিখ?

উত্তর: ৭ মার্চ।

ছ) বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি?

উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।

জ) ফিনল্যান্ডের রাজধানীর নাম কী?
উত্তর: হেলসিংকি

ঝ) বিমসটেক এর সদর দপ্তর কোথায়?

উত্তর: ঢাকায়।
ঞ) বর্তমান বিশ্বের শীর্ষ ইন্টারনেট ব্যবহারকারী দেশ কোনটি?

উত্তর: চীন।

About new-all-job-circular 102 Articles
I am a content creator. I provide you all government job circular, job result, job schedule and educational news.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*